বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

গিবসন আর মোস্তাফিজ-শরিফুলের দুই কোচ!

অনলাইন ডেস্ক :: পেস বোলিং কোচ অটিস গিবসনের পরামর্শ বেশ কাজে দিচ্ছে শরিফুল ইসলামের, মোস্তাফিজুর রহমানেরটাও নয় কী? হ্যাঁ, ২০ বছর বয়সী এই পেসারের কোচ যে এখন দুজন-গিবসন আর মোস্তাফিজ!

শরিফুল বাঁহাতি পেসার, অনেকটা মোস্তাফিজের মতোই। তাই মোস্তাফিজের পরামর্শগুলো আয়ত্ত্ব করতে বেশ সহজ হয়। কাটার মাস্টার নাকি মাঝেমধ্যে তার কোচও হয়ে যান, এ কথা জানালেন শরিফুল নিজেই।

চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। তাই বাঁহাতে গতিঝড় তোলার মূল দায়িত্বটা ছিল শরিফুলেরই। ফিজের ব্যাপারে তিনি বলেন, ‘উনি এখন একটু ইনজুরড। উনি না থাকাতে টিমে একটু প্রেশার আছে। সেটা আমি চেষ্টা করছি যাতে না থাকে।’

শরিফুল যোগ করেন, ‘আর সবসময় মোস্তাফিজ ভাই আমাকে প্র্যাকটিসে বলেন, ম্যাচের পরও বলেন যদি কোনো বাজে বল করি। পরে বলেন যে এগুলো না করলে ভালো হয়। প্র্যাকটিসে কোনো ভুল হলে উনি অনেকটা কোচের মতোই শিখিয়ে দেন।’

পেস বোলিং কোচ গিবসনের সঙ্গে কাজ প্রসঙ্গে তরুণ এই পেসার বলেন, ‘ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি আমাকে ভালো ভালো পরামর্শ দিয়েছেন। ব্যাটসম্যানকে কীভাবে রিড করতে হয় (শিখিয়েছেন)। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু প্র্যাকটিস করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।’

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীর। নিজের প্রথম ম্যাচে বেশ ভালোই করেছেন। প্রথমে ১ ওভার বল করে দেন ৭ রান। পরে ব্যাট হাতে খেলেন ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস।

শামীমের অভিষেক নিয়ে শরিফুল বলেন, ‘আমি ওর সঙ্গে দুই বছর ধরে খেলছি। ও খুব ভালো ফিল্ডার, পাওয়ার হিটার। খুব ভালো ব্যাটসম্যান। আর আমরা দুইজন চাইব জাতীয় দলে অনেক দিন সার্ভিস দিয়ে যেন বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দিতে পারি।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp