বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

গোবরে নাকি ঔষধি গুণ: তাই গোবর ছোড়াছুড়ি উৎসবে মেতে উঠে ভারতীয় হিন্দুরা

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর গুমাতাপুরমে বেশ জনপ্রিয় একে অন্যের দিকে গোবর

ছোড়াছুড়ির ‘গোরাইহাব্বা’ উৎসব। প্রতি বছর দিওয়ালির পর এই উৎসব অনুষ্ঠিত হয়। গুমাতাপুরমের বীরেশ্বরার

মন্দিরের কাছে আশপাশের এলাকা থেকে গোবর এনে জড়ো করা হয়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

এরপর জড়ো করা এই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে গোবর ছোড়াছুড়ি করে গুমাতাপুরম ও আশেপাশের বাসিন্দারা।

তাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এই উৎসবে অংশ নেয়া প্রভু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন,

গোবরের প্রচুর ঔষধি গুণ আছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে রোগ ছড়াবে। কিন্তু ভ’গবান বীরেশ্বরার ওপর বিশ্বাস রেখে

আমরা গোবর ছোড়াছুড়ি করি। তাই আমাদের কোনও অসুবিধা হয় না বলেও উল্লেখ করেন গুমাতাপুরমের এই বাসিন্দা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp