বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

গোরস্থানের গাছে বিশাল আকৃতির অজগর সাপ

মৌলভীবাজার জেলার বড়লেখায় গাছের ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোরস্থানের একটি শিরিষ গাছের সরু ডালে সাপটি দেখতে পান স্থানীয়রা।

এ খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে শত শত মানুষজন সেখানে ভিড় জমান।

এদিকে সংবাদ পেয়ে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনবিভাগের বডলেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানায়, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পুলিশও রয়েছে। সাপটি একটি গাছের ডাল পেঁচিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে- সাপটি প্রায় ১৫ ফুটের মতো লম্বা হবে। সাপটি দেখতে শত শত মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে সাপটি উদ্ধারের ব্যবস্থা নেবেন এবং আবাসস্থলে অবমুক্ত করবেন বলে জানান এই বনবিভাগ কর্মকর্তা। তবে রাত ১০টায় পর্যন্ত সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp