বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চরফ্যাসনে জাল দলিলের অভিযোগে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি :: ভোলা চরফ্যাসনের স্কুলশিক্ষকের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন চর নাংলাপাতা গ্রামের মৃত আঃ হান্নান হাওলাদারের ছেলে শাহাবুল আলম। ১৩ অক্টোবর চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সালিশ রোয়েদাদ তৈরির জন্য ৪ ফর্দ ফাঁকা স্ট্যাম্পে সই নেন স্কুলশিক্ষক ছালেহা বেগম। পরে ২০১০ সালের ৭ জানুয়ারি চরফ্যাসন সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির মাধ্যমে চর নাংলাপাতা মৌজার এসএ ৬১ ও খতিয়ানের ১৭ শতাংশ জমি জাল দলিল করে নেন। মামলায় ছালেহা বেগমের স্বামী আবুল কালাম আজাদ, আত্মীয় সবুজ এবং দলিল লেখক ফিরোজকে আসামি করা হয়েছে।

শিক্ষক ছালেহা বেগম বলেন, ওই দলিলের জমিদাতা দু’জন। ভাই শাহাবুল আলম ও মা জাহানারা বেগম ২০১০ সালে শশীভূষণ সাব-রেজিস্ট্রার অফিসে ২৫ শতাংশ জমি দলিল করে দেন। মামলায় সত্য গোপন করা হয়েছে। কোনো জালিয়াতি হয়নি। তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp