বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চরফ্যাসনে সৃজিত ফলের গাছ গাছালি ও জমি ভোগ দখলের চেষ্টা

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি :: ভোলা জেলার চরফ্যাসন নুরাবাদ গ্রামের মোস্তফা মাতব্বরের কেনা সম্পত্তির সৃজিত ফলের গাছ গাছালি কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে লাল মিয়া মাতাব্বরের বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, ৩মার্চ নুরাবাদ ১নং ওয়ার্ডে মোস্তফা মাতাব্বরের সৃজিত কলা গাছ শিম গাছ-গাছালি উপরে ফেলা হয়েছে। এবং বিভিন্ন সময় লাল মিয়া মাতাব্বর সৃজিত রেন্টি গাছ কেটে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা। লাল মিয়া মাতাব্বর একজন ভূমি লোভী, অন্যর জমি ভোগ দখল হছে তার কাজ

মোস্তফা মাতাব্বরের স্ত্রী জহুরা খাতুনের নামে প্রিন্টেড খতিয়ান নং-৪৫৫,দাগ নং-৭১২৫/৭১৩৫ দাতা কাজল মিয়ার কাছ থেকে ৭ মার্চ ১৯৯৫ সালে খরিদ করেন। বর্তমানে খরিদ সূত্রে মালিক হলেন জহুরা বেগম।
যার দলিল নাম্বার চর নীলকমল
মৌজার ৩৪ তৌজি জে এল নং- ৭৪,আর,এস-১১৫,এস এ-৮৫।

এ ব্যাপারে লাল মিয়া মাতাব্বরকে বক্তব্যর জন্য পাওয়া জায়নি।

এ বিষয়ে দুলারহাট থানার অফিসার্স ইনচার্জ মোরাদ হোসেন জানান, এমন কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp