বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চরফ্যাসন ও মনপুরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৫ লক্ষ টাকার অনুদান দিলেন জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধিঃ করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় চরফ্যাসন-মনপুরা উপজেলার অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষে কর্মসূচী গ্রহণ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ কর্মসূচীর আওতায় এমপি জ্যাকব চরফ্যাসন উপজেলায় বিশ লক্ষ ও মনপুরায় পাঁচ লক্ষ টাকা অনুদান দেন।

এ অনুদান থেকে প্রথম পর্যায়ে চরফ্যাসন-মনপুরা উপজেলা প্রশাসনের মাধ্যমে চরফ্যাসন উপজেলার ২১টি ইউনিয়নে ১’শ করে ২১’শ পরিবার ও মনপুরা উপজেলার ৮’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করছেন বলে নিশ্চিত করেছেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।

এমপি জ্যাকব বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়- সব দেশই আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। এমন পরিস্থিতিতে বাংলাদেশও এ সংক্রমণ থেকে মুক্ত নয়। তাই বর্তমান পরিস্থিতিতে চরফ্যাসন-মনপুরার অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের পাশাপাশি তাঁর এ কর্মসূচী চলমান থাকবে।

এই দুর্বিপাকে নিম্নআয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp