বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চীনে স্মার্টফোন উৎপাদন বন্ধ করলো স্যামসাং

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং চীনে তাদের অবশিষ্ট কারখানাও বন্ধ করে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। শুক্রবার এক ইমেইলে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স বলেছে, চীনে আর কোনো স্মার্টফোন উৎপাদন করবে না তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে শুক্রবার পাঠানো এক ইমেইলে স্যামসাং জানিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় হুইঝোতে তাদের যে স্মার্টফোন উৎপাদন কারখানাটি ছিল গত মাসে তা বন্ধ করে দেয়া হয়েছে। হুইঝোতে স্যামসাং ইলেকট্রনিক্সের কার্যক্রম একেবারে বন্ধ করার সিদ্ধান্তটি ছিল বেশ জটিল।

চীনে প্রতিনিয়ত বাজার হারাচ্ছিল স্যামসাং। কেননা দেশটির স্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন গোটা বিশ্বের টেক বাজার ধরে ফেলেছে। সেই তালিকায় আছে চীনের শীর্ষ ও বিশ্বের প্রথম পাঁচটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের দুটি হুয়াওয়ে ও শাওমি।

স্যামসাং বেশ কয়েক বছর ধরেই এমনটা আঁচ করতে পেরে তাদের কারখানাগুলো চীন থেকে সরিয়ে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভিয়েতনামে স্থানান্তরিত করছিল। গত বছরে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় তিয়ানজিনে থাকা একটি কারখানা বন্ধ করে দেয় তারা।

সামসাং বলছে, ‘বন্ধ কারখানাটির উৎপাদন যন্ত্রগুলো বৈশ্বিক উৎপাদন কারখানাগুলোতে বন্টন করা হবে। বৈশ্বিক উৎপাদন কৌশল ও বাজার চাহিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে।’ বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি এখন চীনের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp