বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ছুটির দিনেও কাঙ্ক্ষিত পর্যটক নেই সাগরকন্যা কুয়াকাটায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ::: সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ছুটির দিনগুলোতে উপচেপড়া ভিড় থকালেও সেই কাঙ্ক্ষিত পর্যটকদের দেখা মিলছে না।

শুক্রবার (১৩ মে) সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে পর্যটকের তেমন দেখা মেলেনি। জিরো পয়েন্ট এলাকায় কিছু পর্যটকের উল্লাস চোখে পড়লেও ঝাউবন, লেম্বুরবন, সৈকতের পশ্চিম পয়েন্টসহ অনন্য স্পটগুলোতে পর্যটকদের তেমন আনাগোনা নেই।

স্থানীয় ব্যবসায়ী, ফটোগ্রাফার ও পর্যটক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের আগমন ও ঘূর্ণিঝড় অশনি পরবর্তী সময় হওয়ায় ছুটির দিনেও পর্যটকদের উপস্থিতি নেই।

সৈকতের ছাতা-বেঞ্চ ব্যবসায়ী সাইকুল ইসলাম জানান, শুক্রবার পর্যটক কম হওয়ার কথা না। তবে ঘূর্ণিঝড় অশনির কারণে হয়তো অনেকে আসতে ভয় পাচ্ছেন।

হোটেল কানশাই ইনের পরিচালক জুয়েল ফরাজি জানান, ছুটির দিনে মাত্র ৪০ শতাংশ রুম বুকিং রয়েছে। অনেকদিন পর আজ রুম খালি রয়েছে।

সাতক্ষীরা থেকে আগত পর্যটক রুমা জানান, পরিবার নিয়ে কুয়াকাটায় আসলাম। এর আগেও একদিন আসছিলাম, তখন প্রচুর লোকের চাপ ছিল। তবে আজকে লোকজন নেই ফলে পরিবেশটা ভিন্ন লাগছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, পায়রা বন্দরসহ উপকূলীয় এলাকায় সতর্ক সংকেত কমাতে বলা হয়েছে। সামনে পূর্ণিমার কারণে জোয়ারের ঢেউয়ের তীব্রতা কিছুটা থাকতে পারে। বরিশাল অঞ্চলে বৃষ্টির প্রভাব নেই।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। যে কারণে আমরা সার্বক্ষণিক তদারকি করছি। গভীর সমুদ্রে কেউ যেন গোসলে না যায় সেদিকে খেয়াল রাখছি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp