বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

‘ছেলেধরার’ পর এবার ‘রক্ত নেওয়ার’ গুজব

অনলাইন ডেস্ক::ছেলেধরা’ গুজবের পর এবার রাঙামাটির স্কুলে ‘রক্ত নেওয়ার’ গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার (২২ জুলাই) সকালে রাঙামাটি সদর উপজেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এ গুজব ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়ার পর শত শত অভিভাবক স্কুলে ছুটে যান। পরে প্রধান শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিভাবকদের জানান বিষয়টি গুজব।

কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ এলাকায় ছড়িয়ে পড়লো স্কুলে কারা এসে রক্ত চাইছে। এমন কথা শোনার পর তারা স্কুলে ছুটে যান।

স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, সোমবার সকালে অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে রক্ত নেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এসময় অভিভাবকরা আতঙ্কিত হয়ে স্কুলে ভিড় জমান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষকরা অভিভাবকদের শান্ত করেন।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বলেন, ‘চারদিকে রক্ত নেওয়া কিংবা ছেলেধরার যে কথা শোনা যাচ্ছে সেটা শ্রেফ গুজব। আমরা এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে আমরা ডিপিইও’র মাধ্যমে সব বিদ্যালয়ে সচেতনতামূলক বার্তা দিতে বলেছি। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp