বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জমজমাট হচ্ছে ঢাকা-বরিশাল আকাশপথ, প্রতিদিনই থাকছে ফ্লাইট

অনলাইন ডেস্ক : ক্রমাগত যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় দিন দিন জমজমাট হচ্ছে ঢাকা-বরিশাল রুটের ফ্লাইট। বর্তমানে ঢাকা-বরিশাল আকাশপথে প্রতিদিন বিমান আসা-যাওয়া করছে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ চৌধুরী জানান, যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় এখন প্রতিদিনই ঢাকা-বরিশাল রুটের ফ্লাইট থাকছে। পাশাপাশি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার থাকবে দুটি করে ফ্লাইট।

এর আগে বিভিন্ন সময়ে একাধিক বিমান সংস্থা ফ্লাইট চালু করলেও লোকসানের অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে এই রুটে বিমান সার্ভিস বন্ধ করে রাখে। ২০১৫ সালে ফের চালু করা হলে রুটটি ক্রমেই লাভজনক হয়ে ওঠে। বর্তমানে তিনটি সংস্থার বিমান এ রুটে যাত্রী পরিবহন করছে।

১৯৯৫ সালে ঢাকা-বরিশাল আকাশ পথ চালু হওয়ার পর এই প্রথম বারের মতো নিয়মিত এই রুটে ফ্লাইট থাকছে।

আগে থেকেই এই রুটে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার ফ্লাইট অব্যাহত থাকলেও সর্বশেষ গত শনিবার সংযোজন হয়েছে বেসরকারি সংস্থা নভোএয়ারের সার্ভিস।

প্রতিষ্ঠানটির বরিশালের মার্কেটিং ও সেলসের প্রধান মো. আরিফিন ইসলাম জানান, সপ্তাহে চারদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবেন তারা। বছরখানেক বন্ধ থাকার পর ফের তারা এই রুটে এখন নিয়মিত যাত্রী পরিবহন করছেন বলে জানান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp