বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জমি নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্যসহ নিহত ২

অনলাইন ডেস্ক :: রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নিহত একজনের নাম আজিজুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নোহালী ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অপরজনের নাম রিয়াজুল ইসলাম (৫৭)। তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭) ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫০), আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুত্বর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য আজিজুল ইসলাম মারা যায়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নোহালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম টিটুল সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বহুদিন ধরে দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরআগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষে দুইপক্ষের দুইজন মারা গেছেন।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp