বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জাতীয় ক্রিকেট লীগে বরিশাল ও রাজশাহীর খেলা ড্র

শামীম আহমেদ, বরিশাল॥ বরিশালে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও রাজশাহী মধ্যকার খেলা ড্র হয়েছে।

বৃস্টির কারনে মাঠ ভিজা থাকায় টানা দুই দিন পর আজ ৩য় দিনে সাথে বৃহস্পতিবার ৪র্থ ও শেষ দিনে প্রথম ইনিংসে এক উইকেট হাতে রেখে রাজশাহী বিভাগ ১৫৫ রাসে অল আউট হয়ে যায়। রাজশাহীর পক্ষে মোক্তার আলী সর্ব্বোচ ৫৯ রান করেন।

এছাড়া প্রথম ইনিংসে বরিশাল বিভাগের সংগ্রহ ছিলো ১৩৩ রান।

আজ লাঞ্চের আগে ব্যাট হাতে ২য় ইনিংসে খেলতে নেমে দলীয় ১৬ রানের মাথায় আউট হন বরিশালের রাফসান আল মাহমুদ। এরপর দীর্ঘক্ষণ ক্রিজে থেকে দলকে এগিয়ে নিয়ে যান শাররিয়ার নাফিস ও সামসুল ইসলাম।

১৪২ রানের পার্টনাশীপ তৈরি করেন এই দুই খেলোয়ার। দলের পক্ষে শাহরিয়ার নাফিস ১৬১ বলে ৩ ছয় ও ১২টির চার মেরে ১০২ রান সংগ্রহ করেন। এছাড়া সামসুল ইসলাম করেন ৬২ রান।

দিন শেষে বরিশালের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ২২৯ রান।রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট পান তাইজুল ইসলাম ও সাব্বির রহমান। এছাড়া ম্যাচ সেরা নির্বাচিত হন রাজশাহীর মোক্তার আলী।

উলে¬খ্য দীর্ঘ ৯ বছর পর বরিশালে গত সোমবার (১৫ অক্টোবর) জাতীয় ক্রিকেট লীগের ৪ দিনব্যাপী ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ অনুপযোগী থাকায় প্রথম দুইদিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। একই ভেন্যুতে ২৯ অক্টোবর বরিশাল ও খুলনার মধ্যাকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp