বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জেলখানায় পবিত্র কোরআন মুখস্থ করলেই কারামুক্তি

অনলাইন ডেস্ক : যেসব বন্দিরা জেলখানায় পবিত্র কোরআন মুখস্থ করবে, তাদেরকে জেল থেকে মুক্তি দেয়া হবে। আলজেরিয়ার কারা অধিদফতর এই ঘোষনা দিয়েছে। খবর আল আরবিয়া। এদিকে ‘কারা বন্দিদের ধর্মীয় নির্দেশনা’ শীর্ষক সেমিনারে দেশটির কারা অধিদপ্তরের প্রধান মুখতার ফালিউন এ ঘোষণা দেন।

এ ব্যাপারে মুখতার ফালিউন বলেন, ‘কোরআন হেফজের প্রতি উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। যে সব বন্দি পবিত্র কোরআন হেফজ করবে, তাদেরকে জেল থেকে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মুক্তি দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা কারাগারে পবিত্র কোরআন হেফজ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এবং নিজেদের সংশোধন করবে তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া যে সব বন্দি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং যারা নির্দিষ্ট দক্ষতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলবে- তারাও বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।’

এদিকে আলজেরিয়ার কারা অধিদফতর ইতোমধ্যে কারাবন্দীদের ধর্মীয় প্রশিক্ষণ দেয়ার জন্য ৪২২ জন ধর্ম প্রশিক্ষক নিয়োগ দিয়েছে। তাদের কাছে ধর্মীয় নানা বিধানসহ কোরআন শেখার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp