বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠিতে ৪ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম চরদপদপিয়ার আজিজ মীরের ছেলে জামাল মীর (৩৫), অনুরাগ গ্রামের ছোহরাফ সরদারের ছেলে বাবুল সরদার (৩০), একই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০) ও মগড় গ্রামের মৃত ইসহাক মাঝির ছেলে ছিদ্দিক মাঝি (৫০)।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দু’টি টিম অভিযানে নামে। এ সময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে চার হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp