বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠির ৮০টি ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান

অনলাইন ডেস্ক: ঝালকাঠিতে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৮৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৮০টি বিদ্যালয়ের ভবনকে। দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি নিয়েই এসব ভবনে পরিচালিত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে শিগগিরই নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে এ সংকটের নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অভিভাবকরা জানান, জরাজীর্ণ ভবনে পাঠগ্রহণে তাদের সন্তানরা অনীহা প্রকাশ করছে। তাছাড়া তারাও জেনেশুনে সন্তানদের ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছেন না। ফলে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোয় দিন দিন শিক্ষার্থী সংখ্যা কমে আসছে।

এদিকে শিক্ষকদের দাবি, জরাজীর্ণ ভবনগুলোর অধিকাংশই ২০-২৫ বছর আগে নির্মিত। নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণেই এসব ভবন দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ভবনগুলোয় দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা তাদের সন্তানদের এমন শ্রেণীকক্ষে পাঠাতে চাচ্ছেন না।

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয় ২০০১-০২ অর্থবছরে। এরপর ভবনটির আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এরই মধ্যে পলেস্তারার আঘাতে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বৃষ্টির সময় ছাদের বড় বড় ফাটল চুইয়ে পানি পড়ছে। বড় দুর্ঘটনার ভয়ে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা।

একই অবস্থা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সব বিদ্যালয় ভবনের। বিশেষ করে অত্যন্ত বেহাল হয়ে পড়েছে নলছিটির রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঁঠালিয়ার আওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।

পরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সুমন তালুকদার বলেন, ভাঙা ভবনের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। ফলে তারা অনিয়মিত হয়ে পড়ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাদিরা বেগম বলেন, বর্তমানে এখানে ৮৭টি শিশু পাঠ নিচ্ছে। আগে এ সংখ্যা অনেক বেশি ছিল। শিক্ষার্থী কমে যাওয়ার মূল কারণই হলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন। আসন্ন বর্ষা মৌসুমের আগেই আমাদের এখানে নতুন ভবন দরকার। এরই মধ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন ভবনের জন্য আবেদন করেছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবিজ উদ্দিন সরকার জানান, ঝালকাঠির ৫৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত এসব বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। পুরনো ভবনগুলোকে নিলাম প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতাকে হস্তান্তর করা হবে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, আপাতত জেলার অধিক ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনগুলোয় দুর্ঘটনা এড়াতে সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে। বাকিগুলোর মেরামত বা সংস্কারের জন্য ছবিসহ তালিকা চাওয়া হয়েছে। আগামীকালের মধ্যে এ তালিকা হাতে পাওয়ার কথা। তালিকা পেলেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp