বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের মনোনয়ন সংগ্রহ

মাসুম খান, ঝালকাঠি: আগামী ২৮ জানুয়ারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা পূর্নপ্যানেলের মনোনয়ন পত্র ক্রয় করেছেন। মনোনয়ন পত্র ক্রয়ের শেষ দিন ১৪ জানুয়ারী বৃহস্পতি বার নির্বাচন কমিশনার এড. মীর রফিকুল ইসলাম আজমের কাছ থেকে এ দুটি প্যানেল তাদের মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে তিনি জানিয়েছেন।

নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ও পিপি এড. আব্দুল মন্নান রসুল ও সাধারন সম্পদক পদে বর্তমান সাধারন সম্পাদক ও অতিরিক্ত পিপি আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু এবং বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শহর বিএনপির আহবায়ক এ্যড.হুমায়ূন কবির বাবুল ও সাধারন সম্পাদক পদে এ্যড. নুর হোসেন প্যানেলসহ মনোনয়ন ক্রয় করেন । তবে বিএনপি সমর্থিত প্যানেলের বাইরে গিয়ে শহর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড.নাসিমুল হাসানও সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন বলে জানাগেছে।

এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে সহসভাপতি পদে এড.মঞ্জুর হোসেন, যুগ্মসাধারন সম্পাদক পদে এপিপি এ্যড. বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, এ্যড. সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম, ভিজিলেন্স সম্পাদক পদে এ্যড. মাহাবুবুর রহমান তালুকদার,লাইব্রারী সম্পাদক পদে এ্যড. সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে এ্যড.মু.জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য পদে এ্যড. আব্দুল আলিম ও এ্যড. বিভূতী ভূষন রায় মনোনয়নপত্র ক্রয় করেন।

অপর দিকে বিএনপি সমর্থিত প্যানেলের সহসভাপতি পদে এ্যড. এ ওয়াই আবু সাইদ, যুগ্মসাধারন সম্পাদক পদে এ্যড. মোবাশ্বের আলী ভূইয়া বাদশা, এ্যড. হাসান সিকদার, মিজানুর রহমান মুবিন, ভিজিলেন্স সম্পাদক পদে এ্যড. নুরুল ইসলাম খান, লাইব্রারী সম্পাদক পদে এ্যড. মাসুম হাওলাদার, ভর্তি সম্পাদক পদে এ্যড. আনিচুর রহমান খান, নির্বাহী সদস্য পদে এ্যড. মাহেব হোসেন ও এ্যড. শামিম আলম বাকলাই মনোনয়নপত্র ক্রয় করেন।

উল্লেখ্য- গত ৭ জানুয়ারী নির্বাচন কমিশনার এ্যড. মীর রফিকুল ইসলাম আজম ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এবারের নির্বাচনে আইনজীবী সমিতির ১৪৪ জন ভোটার আগামী ২৮ জানুয়ারী ভোট প্রদান করবেন বলে জানাগেছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp