বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

টেকসই উন্নয়নের লক্ষে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা স্তর থেকে মান সম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাও করা সম্ভব নয়। জিপিএ-৫ পাওয়ার বেলায় শহরের শিক্ষার্থীরা বেশি পাচ্ছে। শহর ও গ্রামের এ বৈষম্য দুর করতে না পারলে টেকসই শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না। এক জরিপে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ২৪ ভাগ বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করে। এর মধ্যে ৯০ ভাগই শহরের ছাত্র-ছাত্রী।  শনিবার সকালে টেকসই উন্নয়নের লক্ষে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক এ সব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করা জন্যই নয়। শিক্ষা হওয়া উচিৎ জীবনব্যাপী। স্পীড ট্রাস্ট’র হেড অব মিশন দিপু শামসুল ইসলামের সভাপতিত্বে বিডিএস মিলানায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো: ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ, গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক ড. মো: মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার লুৎফুন নাহার আফরোজ, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল প্রমুখ

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp