বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ট্রলারসহ চারদিন ধরে সাগরে ভাসছেন বরগুনার ১৪ জেলে

বরগুনা প্রতিনিধি ::: গত চারদিন ধরে বঙ্গোপসাগরে ১৪ জেলে নিয়ে ভাসছে বরগুনার একটি মাছ ধরার ট্রলার। মেশিন বিকল হয়ে যাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। ট্রলারটি উদ্ধারে অন্য আরেকটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে।

সাগরে ভেসে থাকা ট্রলারটির নাম এফবি মারিয়া। ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার ছগির হোসেন।

এ বিষয়ে রোববার (২১ মে) ট্রলারের মালিক ছগির হোসেন বলেন, গত ১৫ মে দুপুরে পাঁচদিনের জন্য ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় এফবি মারিয়া। ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরুর আগে তাদের তীরে ফিরে আসার কথা থাকলেও গত ১৮ মে ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায় ট্রলারটি। সেই থেকেই সাগরে ভাসছেন ট্রলারের মাঝি-মাল্লারা।

তিনি আরও বলেন, রোববার (২১ মে) সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে, মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন ট্রলারের মাঝি। খবর জেনে জেলেসহ ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

এ বিষয়ে বরগুনার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিষয়টি ইতোমধ্যেই কোস্ট গার্ডকে অবগত করা হয়েছে। ভেসে থাকা ট্রলারের সকল মাঝি মাল্লারা নিরাপদে আছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp