বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঢাকা-গলাচিপা নৌ-রুটে ১ বছর পর লঞ্চ চলাচল শুরু

অনলাইন ডেস্ক ::: দীর্ঘ এক বছরের বেশি সময় পর ঈদ উপলক্ষে ঢাকা-গলাচিপা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঈদ সার্ভিস ছাড়া সবসময়ই এই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার দাবি স্থানীয়দের।

শুক্রবার ঢাকা থেকে বাগেরহাট-২ লঞ্চ ছেড়ে আসার মধ্যে দিয়ে এই সার্ভিস শুরু হয়। এই সার্ভিসে যুক্ত হবে সাত্তার খান-১ লঞ্চ।

লঞ্চ মালিক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর লোহালিয়া ব্রিজের কাজ চলার কারণে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া পদ্মা সেতুর চালুর কারণে যাত্রীরা সড়ক পথে বেশি যাতায়াত করছে। যাত্রী সঙ্কটে এক বছর আগে থেকে ঢাকা-গলাচিপা রুটে লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে।

নৌ-পরিবহন যৌথ মালিকানা প্রতিনিধি মো: মজিজুর রহমান জানান, লঞ্চ বন্ধ থাকায় মালিক ও কর্মচারী আর্থিকভাবে সমস্যায় রয়েছে। লঞ্চঘাট কেন্দ্রিক ৫০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারে ঈদের আনন্দ নেই বললেই চলে।

পটুয়াখালীর নদী বন্দরের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ বলেন, ‘ঈদ উপলক্ষে দো-তলা লঞ্চের সার্ভিসের কথা শুনেছি। লঞ্চের এ রুটটি বন্ধ হওয়ার কারণ গলাচিপা-ঢাকা গ্রীন লাইনের বাস সার্ভিস চালুতে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp