বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঢাকা-বরিশাল নৌ রুটে ঈদের ৭ দিন পরও চলছে স্পেশাল লঞ্চ সার্ভিস

ঈদের ৭ দিন পরও বরিশাল-ঢাকা নৌরুটে চালু রয়েছে লঞ্চের স্পেশাল সার্ভিস। রোববার স্পেশাল সার্ভিসের তৃতীয় দিনে মোট ১১টি লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। এছাড়া দুপুরে ডে সার্ভিসের একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তবে যাত্রীর চাপের কারণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এসব লঞ্চে। লঞ্চের ডেক থেকে শুরু করে ছাদে পর্যন্ত প্রচণ্ড ভিড় রয়েছে যাত্রীদের।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত গ্রিনলাইন ৩, পারাবাত ১২, কালাম খান ১, সুন্দরবন ১০ এবং স্পেশাল কুয়াকাটা ২, মানামী, অ্যাডভেঞ্চার ১, ৯, সুরভী ৮, পূবালী ১, ৭ ও সম্রাট ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে গ্রিন লাইন ছেড়ে গেছে দুপুরেই। সন্ধ্যায় বরিশাল নদীবন্দরে গিয়ে প্রতিটি লঞ্চেই যাত্রী দেখা গেছে পরিপূর্ণ।

নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখা হচ্ছে লঞ্চগুলোকে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp