বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নিরলস কাজ করছেন মেয়র সাদিক আবদুল্লাহ


নিজস্ব প্রতিবেদক :: ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগ থেকেই আলোচনায় ছিলেন রাজনৈতিক পবিারের সন্তান সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহ। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে তাকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী করা হয়। এরপর বিপুল ভোটে এ তরুণ নেতা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

দায়িত্ব গ্রহনের পর তিনি যেমন বরিশাল সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে কাজ করছেন তেমনি একজন রাজনীতিবিদ হিসেবে নিজের প্রানপ্রিয় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নিরলস কাজ করছেন তিনি। বর্তমানে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহ।

গত ১২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনেও ছিল সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহর সরব উপস্থিতি। প্রতিটি ওয়ার্ড সম্মেলনে তার তারুণ্যদীপ্ত কণ্ঠ যথেষ্ঠ নজর কেড়েছে নেতাকর্মীদের। যেখানেই যাচ্ছেন নেতাকর্মীরা তাকে ঘিরেই আগ্রহ দেখাচ্ছেন।

আগামী ৮ ডিসেম্বর বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আবদুল্ল­াহ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহ। ওই সম্মেলনকে সামনে রেখে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। একটি সফল সম্মেলন উপহার দিতে তিনি রাত দিন পরিকল্পনা করছেন।

মঞ্চ সজ্জা, অতিথিদের অর্ভ্যথনা, শৃঙ্খলা, আপ্যায়ন, সার্বিক ব্যবস্থাপনাসহ সব দিকেই নজর দিতে হচ্ছে তাকে। একদিকে সিটি কর্পোরেশনের দাপ্তরিক কার্য যেমন তাকে সম্পন্ন করতে হচ্ছে তেমনি মহানগর আওয়ামী লীগের সম্মেলন যাতে সর্বাত্মক সফল হয় সেই দিকে তাকে মনোনিবেশ করতে হচ্ছে।

মেয়র সাদিক আবদুল্ল­াহ বয়সে তরুন হলেও একজন রাজনীতিবিদ হিসেবে নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গেও নিজেকে যুক্ত রাখছেন। আর স্থানীয় জনগণও তার এ অংশগ্রহণ সাদরে গ্রহণ করছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp