বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বরিশালের তছলিম নিহত

অনলাইন ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. শহিদুজ্জমান তছলিম (৩৫) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার পিক্ট্রোরিয়া শহরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

তছলিম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলরা উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের স্কুলশিক্ষক মরহুম আব্দুল লতিফের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

তছলিমের ভাই আসাদুজ্জামান মিলন জানান, দক্ষিণ আফ্রিকায় ফার্নিচারের ব্যবসা ছিল তছলিমের। বুধবার রাতে দোকানের মালামাল কিনে পিকআপ ভাড়া করার জন্য সড়কের পাশে দাঁড়ান তিনি। এ সময় দক্ষিণ আফ্রিকান দুই সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে। পরে ওই দুই বন্দুকধারীকে আটক করে দেশটির পুলিশ।

মিলন আরও জানান, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কতিপয় ব্যবসায়ীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ ছিল। এর জের ধরে সন্ত্রাসীদের ভাড়া করে তাকে হত্যা করা হয়। তছলিমের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যান তছলিম। দেশে তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। এছাড়া পরে দক্ষিণ আফ্রিকান এক নারীকে বিয়ে করেন তিনি। সেখানেও তার একটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp