বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দুইবারের সাবেক সংসদ সদস্য পেলেন গৃহহীনদের ঘর

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া জমি ও ঘর পেয়েছেন দুইবারের সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া। শনিবার (২৩ জানুয়ারি) সকালে এ উপজেলায় তার সাথে আরও ১৯৯ জনকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এনামুল হক জজ মিয়া জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এক সময় গফরগাঁও পৌর শহর ও ঢাকায় তার বিলাসবহুল বাড়ি-গাড়ি ছিল। কিন্তু বর্তমানে তিনি নিঃস্ব। সর্বশেষ ১২ শতক জমি মসজিদের নামে লিখে দিয়ে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে এক রুমের ভাড়া বাসায় থাকছেন।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য ময়মনসিংহে ৪ হাজার ৭০৮ জন ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এর মধ্যে জেলার ১৩ উপজেলায় ১৪৪ টি স্পটে ১ হাজার ৩০৫টি গৃহের অনুমোদন দেয়া হয়।

তিনি আরও বলেন, সদরে ২৫০টি, গফরগাঁওয়ে ২০০টি, ভালুকায় ১৯৯টি, গৌরীপুরে ১০২টি, হালুয়াঘাটে ১০০টি, ফুলপুরে ৯৭টি, নান্দাইলে ৬২টি, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা, ত্রিশাল, ফুলবাড়িয়া, তারাকান্দায় ৫০টি করে এবং ধোবাউড়ায় ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। তালিকায় থাকা বাকিদেরও পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp