বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দুই তারকার চেহারায় এত মিল, এঁরা যেন জমজ ভাই

অনলাইন ডেস্ক: সিয়াম আহমেদ ও সাদ উদ্দিন আন্তর্জাতিক ইয়োগা দিবসে । আন্তর্জাতিক ইয়োগা দিবসে সিয়াম আহমেদ ও সাদ উদ্দিন। ছবিটা দেখে কী ভাবছেন? দুজনের চেহারায় এত মিল! তবে কি এঁরা দুজন সহোদর? হয়তো এটাই ভাবছেন। আসলে ব্যাপারটা তা নয়। দুজন দুই ভুবনের তারকা। বাঁয়ের জন সিয়াম আহমেদ, হালের হার্টথ্রব চিত্রনায়ক। আরেকজন জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন। পঞ্চম আন্তর্জাতিক ইয়োগা দিবসে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা হয়ে গেল এ দুই তারকার।

বাংলাদেশের ভারতীয় হাইকমিশন প্রতিবছরের মতো এবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করেছিল ইয়োগা দিবসের। সেখানে এসেছিলেন মন্ত্রী, আমলা, সচিব, হাইকমিশনের কর্মকর্তা থেকে সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের অনেক তারকা। ‘দহন’, ‘পোড়ামন-২’ আর ‘ফাগুন হাওয়া’–র নায়ক সিয়ামকে পেয়ে কাল বেশ উচ্ছ্বসিতই ছিলেন আবাহনীর স্ট্রাইকার সাদ। সিয়ামের সঙ্গে আলাপের পর দুজন একসঙ্গে বসে আড্ডাও দিয়েছেন। আড্ডার এক ফাঁকে তুলেছেন সেলফি। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে সাদ লেখেন, ‘গুড টু নো ইচ আদার।’

আপনি কি সিয়ামের ভক্ত? সাদকে এমন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘আসলে উনার কয়েকটি নাটক দেখেছি। ওই নাটকগুলো দেখে আমার ভালো লেগেছিল। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা হতেই আলাপ করলাম।’ বাংলাদেশের ফুটবল নিয়ে নাকি ভীষণ আগ্রহ সিয়ামের। সাদ বলছিলেন, ‘উনি আমাদের খেলা নিয়মিতই দেখেন। বাংলাদেশের ফুটবলের ভালোই খোঁজখবর রাখেন। আমরা (আবাহনী) যে এএফসি কাপে খুব ভালো খেলছি, এ জন্য অভিনন্দনও জানালেন।

ইয়োগা করতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন সিয়াম। এবার বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলেন সাদ। সিয়াম কথা দিয়েছেন, সাদ উদ্দিনদের খেলা দেখতে আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসতে চান বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়ক।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp