বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দৌলতখানে জীবনের নিরাপত্তা চেয়ে মহিলা কাউন্সিলরের সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি :: ভোলার দৌলতখান পৌরসভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) আমেনা খাতুন জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৭ মে) বেলা ১ টায় দৌলতখান রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় আমেনা খাতুন লিখিত বক্তব্যে জানান, চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশু হাসপাতাল সংলগ্ন মিঝি বাড়ির তার পৈত্রিক ও ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে একই বাড়ির আজিজল মিঝি গংদের সাথে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলা উপেক্ষা করে আজিজল মিঝি গংরা গত বুধবার (১৩ মে) ওই বিরোধপূর্ণ জমি থেকে ৫০ টির বেশি গাছ কেটে নিয়ে যায়। বুধবার (২৭ মে) আমেনা খাতুন আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়া বসতঘর মেরামত করতে গেলে আজিজল গংরা এসে তাদেরকে মারধোর করে এমনকি মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তিনি এবং তার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ ব্যাপারে আমেনা খাতুন ন্যায়বিচার পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, ভোলা-২ আসনের সংসদ সদস্য , সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp