বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দৌলতখানে মেঘনায় চোরের উপর বাটপারি

দৌলতখান প্রতিনিধি :: ভোলার দৌলতখানে গত বুধবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে জাল চুরিনিয়ে দু-পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি অভিযোগ উঠেছে।

চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সালাউদ্দিন মাঝি জানায়, তার নৌকার জেলেরা নদীতে জাল ফেলে পুলিশের ভয়ে তীরে এসে স্থান নেয়। পরবর্তীতে তারা উক্ত জাল তুলে নিয়ে আসে।

অপরদিকে মেদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাকিব মাঝি জানায়, রাত ১০ টায় মেঘনায় জাল ফেলে প্রায় ২ ঘন্টা যাবত নদীতে মাছ ধরেছে । অনুমানিক রাত ১২ টার দিকে একটি ট্রলার দিয়ে ছালাউদ্দিন মাঝির লোকজন তাদেরকে ধাওয়া করে। এসময় তারা ট্রলার থেকে ঝাপিয়ে চরে উঠে যায়। পরে ছালাউদ্দিন মাঝির লোকজন ট্রলারে থাকা জাল, তেল , মোবাইল ফোন সহ নগদ টাকা নিয়ে হাতিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে উক্ত জাল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp