বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

দৌলতখানে শিক্ষার গুণগত মান উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময়

দৌলতখান প্রতিনিধি:: “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” স্লোগানে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভোলার দৌলতখানে জেলা প্রশাসকের সাথে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখান মহিলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা আহসান কবিরের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খাঁন, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবির হাচনায়ীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান আবু আবদুল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ.ম ফারুক, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশের বৃহত্তম ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু হবে। ভোলার মানুষদের জন্য সুখবর জানিয়ে তিনি বলেন, ভোলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। ভোলা-মতিরহাট (লক্ষীপুর) ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস ও ভোলার ভেদুরিয়া থেকে দক্ষিণ আইচা পর্যন্ত বর্তমান প্রধান সড়কটিকে ত্রিশ ফুট প্রশস্ত করা হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনার হাত-ধরে বর্তমানে সারাদেশের ন্যায় ভোলা-১ আসনের এমপি ও সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদের তত্তাবধানে ভোলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। এছাড়াও সকল স্তরের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সোস্যাল মিডিয়ার সদ্ব্যবহার, গুজব প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা আইন ও হট লাইন ৩৩৩/৯৯৯/১০৬ বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp