বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হোক : ছারছীনা পীর

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান :: ছারছীনা দরবার শরীফের ১২৯ তম মাহফিলে ১ম দিনে বাদ জুমা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, আমরা দলীয় রাজনীতি করিনা। কিন্তু দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে ইসলামের যে কান খেদমত করি। যা আমাদের পূর্বপুরুষগণ আল্লামা শাহ্সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) ও মুজাদ্দিদে যামান শাহ্সূফী আবু জাফর ছালেহ (রহঃ) করে গেছেন। তারা ইসলামের ক্ষেত্রে কোনদিন পিছপা হননি।

তিনি বলেন, এদেশের শতকরা ৯৫% লোক মুসলমান অথচ এদেশে যখন তখন একদল বিধর্মীরা ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় তাই তিনি বর্তমান সরকারের কাছে সম্প্রতি ঘটে যাওয়া দুইটি ঘটনার প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর পক্ষে দুইটি দাবী জানিয়ে বলেন, কেহ যাতে কোন ধর্মের প্রতি আঘাত হানতে না পারে সেজন্যে ব্লাসফেমী (ধর্ম অবমাননা) আইন যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন পাশ করা। বাংলাদেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে-মেয়ে একসাথে লেখাপড়া করার কারণে বিভিন্ন ধরণের অশ্লীলতা লক্ষ্য করা যায় এজন্য শিক্ষা ব্যবস্থাকে পৃথক করার আহবান জানান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp