বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নলছিটিতে কমিউনিটি ক্লিনিকের অটোএ্যাম্বুলেন্স গায়েব

মুঃ মনিরুজ্জামান মুনির, নলছিটি প্রতিনিধি ::: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে এলজিএসপি-৩ অর্থায়নে কুলকাঠি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অটোএ্যাম্বলেন্স গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠি জেলা প্রশাসক বিগত ২০১৯ সনের মে মাসে ওই অটোএ্যাম্বুলেন্স উদ্বোধনের পর বিকপাশা গ্রামের রিকশা চালক মোঃ জাহাঙ্গীর হোসেনকে ড্রাইভার হিসেবে নিযুক্ত করা হয়। ২/৩ মাস পরেই ওই একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির যোগসাজশে ড্রাইভার জাহাঙ্গীর অটোএ্যাম্বুলেন্সের মূল্যবান ব্যাটারী দু’টি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছেন। এরপর দীর্ঘ ২ বছর অটোএ্যাম্বুলেন্সটিকে আখরপাড়া বাজারে ফেলে রাখা হয়। কিছুদিন যাবৎ ওই অটোএ্যাম্বুলেন্সটিকে আর দেখা যাচ্ছে না। অনেকেরই ধারণা ওই অটোএ্যাম্বুলেন্সের ড্রাইভার জাহাঙ্গীর হোসেন প্রভাবশালী জনপ্রতিনিধির যোগসাজশে গায়েব করে দেওয়ার পায়তারা চালাচ্ছে।

এ ব্যাপারে ড্রাইভার জাহাঙ্গীর হোসেন এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানিয়েছেন, ব্যাটারীর মেয়াদ ছয় মাস। ব্যাটারী নষ্ট হয়ে গেছে। আর অটোএ্যাম্বুলেন্সটি তার বাড়িতে নিয়ে রেখেছেন। তিনি ব্যাটারী বিক্রি করে টাকা আত্মসাৎ করার কথা অস্বীকার করেন। অটোএ্যাম্বুলেন্সটি কুলকাঠি ইউনিয়ন পরিষদ অথবা কুলকাঠি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবর্তে তার বাড়িতে রাখা ঠিক হয়নি বলেও জানান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp