বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নলছিটিতে জেলেদের বরাদ্দের চাল আত্মসাত করলেন পৌর কাউন্সিলর!

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটিতে জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (ভিজিএফ) পুরো চাল আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুনের (লাভলু) বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ৬ জুলাই অভিযোগ করেছেন স্থানীয় চারজন জেলে। অভিযোগকারীরা হলেন- উত্তর ভাঙ্গাদেউলা গ্রামের দুলাল হাওলাদার (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৬), জলিল হাওলাদার (কার্ড নং-১০৪২৩৬৬০৮০০০০০৮), নুরুজ্জামান (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৭) ও ফরাসিনা গ্রামের আব্দুল কাদের খলিফা (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০১১)।

অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ইউএনও। দেশে করোনা পরিস্থিতির মধ্যে পৌর কাউন্সিলরের এমন দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অভিযোগে তারা উল্লেখ করেন, কার্ডধারী জেলেরা বর্তমান করোনা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন। কাউন্সিলর লাভলু তাদের নামে বরাদ্দকৃত যাবতীয় ত্রাণ ও দীর্ঘদিন ধরে জেলেদের মাসিক চাল আত্মসাৎ করেছেন। এমনকি অভিযোগকারী আব্দুল কাদের খলিফার নামে বরাদ্দকৃত কার্ডটিও হাতে পাননি তিনি।

অভিযোগের ব্যাপারে কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুন (লাভলু) বলেন, অভিযোগকারীদের নাম জেলে তালিকায় থাকলেও তাদের নামে এতদিন কোন বরাদ্দ আসেনি। করোনা পরিস্থিতিতে যা বরাদ্দ এসেছে তা তাদেরকে দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp