বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নলছিটিতে মডেল মসজিদ নির্মাণে এসব কি হচ্ছে?

মুঃ মনিরুজ্জামান মুনির, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:: ঝালকাঠির নলছিটি উপজেলার প্রাণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ভবনের পিছনে বন বিভাগের সাবেক নার্সারীর জমির উপরে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের কাজ যাচ্ছেতাইভাবে চলছে।
ঝালকাঠি জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান জানিয়েছেন, ১০ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মডেল মসজিদটি নির্মীত হবে। ঝালকাঠি গণপূর্ত বিভাগের তত্বাবধানে এ ভবন নির্মাণ করা হয়। কিন্তু গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী বা ঠিকাদার কাউকেই কাজ চলাকালীন অবস্থায় দেখা যায় না। গত ১৬/০৯/১৯ তারিখ বিকেলে সরেজমিনে দেখা গেছে, রাজমিস্ত্রী ও কয়েকজন লেবার কাজ করে চলছেন। মিক্সার মেশিনে এক বস্তা সিমেন্টে বড় টুপরির(বরিশালের ভাষায় হাজি/সাজি) ৬/৭ টুপরি নিন্মমানের অধৈত পাথর ও সাদাবালি মিশ্রিত৪/৫ টুপরি লালবালি দেয়া হচ্ছে। প্রকল্পের বিস্তারিত উল্লেখসহ কোন সাইনবোর্ড নেই। কে বা কারা কাজ করছে তা অনেকেই জানে না।
বিভিন্ন অনিয়মের ব্যাপারে ঠিকাদার শানু গাজীকে মোবাইল ফোন দিলে তিনি কোন তথ্য দিতে অপরগতা প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে জেনে নিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদারকে বিষয়টি অবহিত করলে তিনি সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারকে জানাবেন বলে জানান।
শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp