বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নলছিটি পৌরসভা নির্বাচনে কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ হাইকোর্টের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ জানুয়ারি সেখানকার ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান আইনজীবী আক্তার রসুল (মুরাদ)।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ) ও নুসরাত ইয়াসমিন।

এর আগে গত ৩ জানুয়ারি নলছিটির সাবেক মেয়র কেএম মাসুদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কমিশনে আপিল করেন মাসুদ। পরে ৭ জানুয়ারি এটি বাতিলের আদেশ বহাল রাখা হয়। সাবেক মেয়র কেএম মাসুদ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

মাসুদের আইনজীবী মো. মুরাদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করি। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp