বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নানা কারণেই ভারতের মাটিতে বাংলাদেশের জয় ঐতিহাসিক

হ্যাঁ, এটা ইতিহাসই বটে। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতকে সেই ভারতেই মাঠেই হারিয়ে ইতিহাস গড়ল টিম টাইগার্স। হোকনা সেটা টি-২০ ম্যাচ। বাংলাদেশ দলের এই জয়টি নানা কারণেই ক্রিকেট ইতিহাস লেখা থাকবে। প্রথমত: আইপিএল আয়োজন করে ভারত ক্রিকেট খেলোয়াড়দের গুদাম থেকে বাছাই করেই জাতীয় দল নির্বাচন করে থাকে, সেখানে প্রায় দেড়শ কোটি মানুষের মধ্য থেকে দল গড়া তেমন কোন কঠিন বিষয় নয়। দ্বিতীয়ত: এই প্রথম বাংলাদেশ ভারতের মাটিতেই দাপুটে জয় ছিনিয়ে আনতে সক্ষম হলো। তৃতীয়তঃ বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ে ভরসারস্থল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে দলের বাইরে। শুধুকি তাই? একমাত্র নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালও নেই দলে। চতুর্থতঃ বর্তমানে বায়ু দূষণের চেম্বারে পরিণত দিল্লীর মাঠে মাস্ক পরে অনুশীলন করতে হয়েছে টিম টাইগার্সদের। পঞ্চমতঃ বাংলাদেশের প্রধান কোচ বা বোলিং কোচ এখনো পুরোপুরিভাবে ক্রিকেটারদের অনুধানে সক্ষম হননি। ষষ্ঠতঃ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ভারত সফরকে সামনে রেখে ক্রিকেটাররা আন্দোলন করে বসেন নানা দাবিতে। শেষ পর্যন্ত সেই আন্দোলন সফল পরিণতি পেলেও বিসিসি প্রধানকে নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণ সমালোচনার ঝড় বইছে সেসব মাথায় নিয়েই খেলোয়াড়দের সাথে টিম ম্যানেজমেন্ট ভারতে চলে গেছে। সর্বোপরি রোববার সন্ধ্যায় টসে জিতে যখন দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ ফিল্ডিং নিলেন তখনতো সমালোচনারই ঝড় বইতে শুরু করে যা দলের কাঙ্খিত বিজয়ে মিলিয়ে গেছে। সঙ্গত: কারণেই ঐতিহাসিক জয় নিয়ে গতকাল সোচ্চার ইলেকট্রনিক মিডিয়ার সাথে প্রিন্ট মিডিয়াও নানা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। দৈনিক আজকের বার্তায়ও যথারীতি সংবাদটি প্রকাশিত হয়েছে, “ভারতের বিপক্ষে টাইগাদের দাপুটে জয়” শিরোনামে। ওই সংবাদের শুরুতেই বলা হয়েছে, ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেটদল। দিল্লীর অরুন জেটলি স্টেমিয়ামে টস ভাগ্যও ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি ফিল্ডিংকেই বেছে নেন যা নিয়ে খেলার পূর্বে বাংলাদেশে সমালোচনাও হয়েছে। তবে রিয়াদের সিদ্ধান্ত যে সঠিকই ছিল তার প্রমাণ দেন দলে পেসার শফিউল ইসলাম, তিনি প্রথম ওভারেই ভারত সেরা ওপেনার রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠান। ওভারের শেষ বলে এলবিডবিøউ হন রোহিত শর্মা। তখন তাদের দলীয় রান ১০। এরপর অভিজ্ঞ শেখর ধাওয়ান লোকেশ রাহুলকে সঙ্গী করে এগোতে চাইলেও ২০ রানের ব্যবধানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন রাহুল যার অবদান তরুন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। তবে বিপজ্জনক হয়ে ওঠা ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে রান আউটের ফাঁদে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ততক্ষণে ধাওয়ান ৪১ রান করে ফেলেছেন। এমনি করে করে নতুন-পুরানের সমন্বয়ে গড়া বাংলাদেশ টাইগাররা ভারতকে ১৪৮ রানে বেঁধে ফেলতে সক্ষম হয় তাও ৬ উইকেটের বিনিময়ে। এর পরই শুরু টাইগারদের ইতিহাস গড়ার পথযাত্রা। তবে শুরুতেই লিটন দাস পড়ে যাওয়ায় অভিষিক্ত মোহাম্মদ নাইমকে নিয়ে প্রথম ৬ ওভারে ৪৫ রানের জুটি গড়েন ওপেনার সৌম্য সরকার, তবে দলীয় ৫৪ রানেই মাঠ ছাড়তে হলো নাইমকে। তার অবদান ২৮ বলে ২৬ রান। এর পরের ইতিহাসটা শুধুই উইকেট কিপার কাম ব্যাটসম্যান বাংলাদেশের লিটল মাস্টার মুশফিকুর রহিমের যিনি শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন। তবে ৩৫ বলে ৩৯ রান করা ওপেনার সৌম্য উইকেটের পেছনে বল পাঠাতে গিয়ে গতিতে বিভ্রান্ত হয়ে বোল্ড আউট। সৌম্যের পড়ে ব্যাটহাতে মাঠে নামেন নির্ভরযোগ্য খেলোয়াড় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর দুই ভায়রা ভাই মিলেই ৭ উইকেটের জয় ছিনিয়ে আনেন। ম্যাচ টাই হয়ে যাওয়ায় মাত্র ১ রানের প্রয়োজন থাকলেও অধিনায়ক রিয়াদ শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়েই মাঠ ছাড়েন, ফল ১৯.৩ ওভারে ১৫৪ রান। এ জয়টি অবশ্যই ঐতিহাসিক, কেননা টাইগারদের দুই নির্ভরযোগ্য এবং শক্ত খেলোয়াড় সাকিব-তামিম ছাড়া ভারতের মাটিতে ভারতকে হারানোর কথা অনেকটাই ছিল অকল্পনীয়। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও টাইগার অধিনায়ক সেটাই বলেছেন, এভাবে যে, ‘ভারতের কাছে আমাদের হারানোর কিছু নাই, তবে পাওয়ার আছে অনেক’। সেই ভাবনা থেকে দলকে উজ্জীবিত রেখে বিজয় ছিনিয়ে আনা সত্যিই ঐতিহাসিক ঘটনা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp