বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নারী কেলেঙ্কারীতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বহিস্কারের দাবি

স্টাফ রিপোর্টার ।। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে স্থায়ী অপসারণ ও শাস্তির দাবি তুলেছে কলেজের শিক্ষাথীসহ এলাকাবাসী।

এদিকে গত ১৬ জানুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে ওবায়দুল হক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হলে এলাকায় বরখাস্তকৃত অধ্যক্ষ মুকুলকে স্থায়ী অপসারণ ও শাস্তির দাবি আরও তিব্র হয়ে ওঠে। এছাড়া ২১টি অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মুকুলকে গত বছর ৭ সেপ্টেম্বর কলেজের গভর্নিং বডি কর্তৃক করা সাময়িক বরখাস্ত বহাল রেখেছে আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ থেকে সাময়িক বরখাস্ত হবার পরেও অধ্যক্ষ মুকুল এক অদৃশ্য শক্তির ইশারায় বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হককে লাঞ্চিত করে জোড় পূর্বক অধ্যক্ষ হিসেবে নিজের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিলেন। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে সচেতন নাগরিক ফোরাম, অভিভাবক ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে গত বছর ১১ সেপ্টেম্বর কলেজ প্রঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের শিক্ষাথীসহ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওবায়দুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব বুঝে নেবার পরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

এলাকাবাসী জানান, মুকুল একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ। এছাড়া তিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত। একটি কুচক্রি মহল তাকে যথা স্থানে রাখার পায়তারা করছে। কিন্তু আমরা সচেতন সমাজ তা হতে দিতে পারি না।

কলেজ গভার্নিং বোর্ডের সাবেক সদস্য লতিফ হাওলাদার বলেন, মুকুল নারী কেলেঙ্কারিতে জড়িত এবং উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন। টাকা পয়সা নিয়েও অনেক দুর্নীতি করেছেন। আমরা তার স্থায়ী বহিস্কার চাই।

অভিভাবকরা জানান, সাময়িক বহিস্কৃত অধ্যক্ষ মুকুল কলেজের সম্মান ক্ষুন্ন করেছে। আমরা কলেজে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় ছিলাম। সময় উপযোগী সিন্ধান্ত নেবার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই সাথে সাথে দাবি করি অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে কলেজ থেকে স্থায়ী অপসারণ করা হোক।

উল্লেখ্য, অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল এর সাথে অন্য একটি কলেজের নারী লাইব্রেরিয়ানের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। গত বছর নারী লাইব্রেরিয়ানের সঙ্গে অধ্যক্ষ কাজী মিজানুল ইসলামের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়। সেই সঙ্গে আপত্তিকর ওসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এতে কলেজের সুনাম ক্ষুন্ন ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তাই অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp