বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নিহতদের স্মরণে কালো ব্যাজে বাংলাদেশ দল

নেপালে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার (১৪ মার্চ) কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে কালো ব্যাজ পড়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, বিকেলে তারা বোর্ড মিটিংয়ে বসবেন। আর সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা প্লেন বিধ্বস্তে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ফেসবুকে স্ট্যাটাসে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে ১৮ আরোহীকে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp