বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নেপালকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে চায় কিশোররা

অনলাইন ডেস্ক :: ভুটানকে ৫-২ আর শ্রীলংকাকে ৭-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করা বাংলাদেশের কিশোররা তার পূর্ণতা আনতে চায় এক ম্যাচ হাতে রেখেই। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ নেপাল ও ভারত।

আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।

যে অর্ধেক পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ বাকি অর্ধেক তার চেয়ে কঠিন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ। ঘরের মাঠের এ টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে মরিয়া ভারতও বাংলাদেশের মতো প্রথম দুই ম্যাচ জিতেছে। কিন্তু বাংলাদেশ দুই ম্যাচে ৩ গোল হজম করলেও ভারতীয় কিশোরদের পোস্ট এখনো অক্ষত।

বাংলাদেশ শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তারা নেপালকে হারিয়েই নিশ্চিত করতে চায় ফাইনালের টিকিট। দলের অধিনায়ক রাকিবুল ইসলাম বলেছেন, ‘পরপর দুই ম্যাচ জিতেছি। তৃতীয় ম্যাচে আরো ভালো খেলতে চাই। নেপালের বিরুদ্ধে ম্যাচে আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব। দলের অবস্থা ভালো। আল্লাহর রহমতে কোনো ইনজুরি নেই।’

প্রথম দুই ম্যাচে দুই গোল করা আল মিরাদ বলেছেন, ‘ভালো লাগছে দুটো ম্যাচেই গোল পেয়েছি। দেশের জন্য ভালো খেলতে চাই। দেশকে সবসময় জেতাতে চাই। আর জেতানোর জন্য গোল লাগে। সেই গোল করতে হবে, চেষ্টা করবো গোল করার। আবারও দেশকে জেতাতে চাই। নেপালকে হারিয়েই আমরা ফাইনাল নিশ্চিত করতে চাই। এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

দলের ম্যানেজার সাবেক ফুটবলার মোহাম্মদ মহসিন বলেন, ‘আগের দুই ম্যাচ জিতেছি। ছেলেদের ভালো পারফরম্যান্স করেছে বলে জিততে পেরেছি। পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। কোচরা ভালোভাবেই কাজ করে যাচ্ছেন। আমারা জিতবো ইনশাল্লাহ। জিততেই হবে। নেপালের পর আমাদের খেলা ভারতের বিরুদ্ধে। আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp