বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক// অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে চারজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ড্রেজার মালিক উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের খোকন হোসেন এবং অপর ড্রেজারের শ্রমিক গলাচিপার বাসিন্দা মোশারেফ হোসেন, সবুজ ইসলাম ও রাকিব।

এদের মধ্যে এক ড্রেজার মালিক খোকনকে এক লাখ এবং একইভাবে অপর ড্রেজারের তিন শ্রমিককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, রোববার উপজেলার বাহেরচর খালে খোকন হোসেনের মালিকানাধীন ড্রেজার ও কাজিরহাওলা খালে সালাউদ্দিন মল্লিকের মালিকানাধীন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার বলেন, ‘চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫০ পিস পাইপও নষ্ট করে দেয়া হয়।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না এমন শর্তে ড্রেজার মালিক খোকন, সালাউদ্দিনসহ শ্রমিকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp