বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণায় হামলা, স্বতন্ত্রপ্রার্থীর ৮ কর্মী আহত

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্রপ্রার্থীর আটকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে দিকে ঘোড়া প্রতীকের ওয়ালি উল্লাহ ইসলাম নান্নু কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারণায় নামেন। এসময় ঘোলের পাড় নামক এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ আটক কর্মী আহত হন। তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠায়।

আহতদের মধ্যে গুরুতর শাহানারা (৪৮) ও মুক্তা (৪৬) পটুয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বতন্ত্রপ্রার্থী ওয়ালি উল্লাহ ইসলাম নান্নু বলেন, প্রশাসনিক তৎপরতা থাকলেও সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আমাকে ও কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। আজ তারা আক্রমণ করলো। ইতোমধ্যে সবাইকে বিষয়টি জানিয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে একাধিবার মোবাইলে কল দিলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp