বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে বুলবুল’র তান্ডবের পর ধনে পাতার কেজি ৫০০

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া কাঁচা বাজারে ধনেপাতা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার আগে কেজিপ্রতি ধনে পাতার দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকা। বুলবুল আঘাত হানার পর ধনে পাতা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় বিক্রেতা মো. কাওসার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে খেতের প্রচুর ক্ষতি হয়েছে। এ কারণে ধনে পাতার দাম বেড়েছে। আমরাই ৪০০ টাকার চেয়ে বেশি দামে কিনি। খরচ হিসাব করে ৫০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।’

ধনে পাতা কিনতে গিয়ে অনেক ক্রেতাই এত বেশি দাম শুনে বিস্মিত হয়েছেন। গৌতম হালদার নামের ক্রেতা বলেন, তিনি আজ বৃহস্পতিবার সকালে ২৫০ গ্রাম ধনে পাতা কিনেছেন ১২৫ টাকায়। ধনে পাতার এত দাম হলে কেমনে হবে?

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বুলবুলের কারণে শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে জোগান কম। তাই দাম বেড়ে গেছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp