বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

স্টাফ রিপোর্টার :: পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও গুজব রটানো চক্রের সদস্য এইচএম ফাহাদকে (১৮) আটক করেছেন র‍্যাবের সদস্যরা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) র‍্যাব-৮ এর অভিযানে ফাহাদকে আটক করা হয়।

ফাহাদ মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া এলাকার হাজী গোলাম মোস্তাফার ছেলে। এসময় তার কাছ থেকে বিপুলসংখ্যক ভুয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।

সকালে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন।

জানা গেছে, পাবলিক পরীক্ষা চলাকালীন একটি প্রতারক চক্র অনলাইনের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্রকে মূল প্রশ্নপত্র বলে চালিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। আটক এইচএম ফাহাদ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি ভুল তথ্য দিয়ে ভিন্ন ভিন্ন নামে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে তিনি ভুয়া প্রশ্নপত্র সরবরাহ এবং তা থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

আটককালে তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং বিপুলসংখ্যক ভুয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়।

আটকের পর পাবলিক পরীক্ষা আইনে ফাহাদকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp