বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীর ২৭ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি :: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২৭টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রোববার (২৪ মে) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন বদরপুর জামে মসজিদের ইমাম আবদুল গনি।

জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, নিশানবাড়িয়া, দুমকি উপজেলার একটি গ্রাম, বাউফল উপজেলার মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, দশমিনা উপজেলার একটি গ্রাম ও কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশ কিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই গ্রামের মানুষগুলো একদিন আগে রোজা রাখেন এবং একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করেন।

স্থানীয় বাসিন্দা মমিনুল জানান, ঈদের নামাজ আদায় করার পর অন্যরকম ভালো লাগছে। জীবনের প্রথম এমন ঈদ পালন করলাম।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp