বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালী পৌরসভার উন্নয়ন কাজের অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুদক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রের মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়ন কাজের অনিয়ম, কাজ না করে বিল উত্তোলন ও নিম্নমানের কাজের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পটুয়াখালী পৌরসভা বর্তমান পৌর মেয়রকে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দুদকের গঠিত প্রকৌশল কমিটি মাঠ পর্যায়ে প্রকল্পগুলো পরিমাপ, মান যাচাই-বাছাই ও প্রকল্প বাস্তবায়িত এলাকা পরিদর্শনের কাজ শুরু করবে।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়াজেদ গাজী এ তদন্তের দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে প্রকল্পগুলো পরিমাপ করতে তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দুদকের গঠিত প্রকৌশল কমিটি বিভিন্ন প্রকল্পের পরিমাপসহ প্রয়োজনীয় কাজ করবে। এজন্য সার্বিক সহযোগিতা করতে পৌর সভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp