বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পবিপ্রবিতে ৬ দফা দাবিতে আন্দোলনে দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ

পবিপ্রবি প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অনুষদের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্র প্রসারিতকরণ এবং অনুষদের কাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য এ দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা।

তাদের দাবিসমূহের মধ্যে অন্যতম দাবি হলো- অনুষদের বর্তমান নাম ‘দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ’ পরিবর্তন করে ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ’ করতে হবে। নবম সেমিস্টারের ইন্টার্নশিপ ও রিসার্চ কোর্সকে অষ্টম সেমিস্টারের মধ্যে সুসংগঠিত করে সম্পন্ন করতে হবে এবং ২০১৬-১৭ সেশন থেকে কার্যকর করতে হবে। ল্যাব সুবিধা ও ফিল্ড ওয়ার্ক বৃদ্ধি করতে হবে এবং ক্লাসরুম সংকট দূর করতে হবে। অনুষদে প্রবেশের জন্য স্বতন্ত্র রাস্তার ব্যবস্থা করতে হবে।

এছাড়া তাদের দাবিগুলো লিখিত আকারে এক কার্যদিবসের মধ্যে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবিগুলো সর্বোচ্চ তিন মাসের মধ্যে কার্যকর করার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp