বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পাওনা টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে রাখলেন পাওনাদার

অনলাইন ডেস্ক ::: রাজধানীর সাভারে পাওনা তিন হাজার টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকলের তালা খুলে ওই রিকশাচালককে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

মঙ্গলবার (৭ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় ভাঙারি ব্যবসায়ী মামুনের দোকান থেকে ভুক্তভোগীকে শিকলমুক্ত করে উদ্ধার করে পুলিশ। এরআগে সকালে ভুক্তভোগী রবিউলকে দোকানের খুঁটিতে কুকুরের সঙ্গে শিকলে বেঁধে রাখেন মামুন।

রবিউল ইসলাম নীলফামারীর বাসিন্দা। একসময় মামুনের সঙ্গে ব্যবসা করলেও বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সে আমার কাছে তিন হাজার টাকা পেতো। সেই টাকার জন্য আমাকে মঙ্গলবার মারধর করে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত মামুন পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp