বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পাকিস্তানপ্রেমি রাজনৈতিক দলগুলো দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে : আমু

ঝালকাঠি প্রতিনিধি ::: পাকিস্তানপ্রেমি রাজনৈতিক দলগুলো দেশে বারবার সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে মন্তব্য করে ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন বলেছেন, মন্ডপে মন্ডপে পাহাড়া দিলেই শান্তি-সম্প্রীতি রক্ষা হবে না, বরং সাম্পদায়িক শক্তিকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, নাগরিকদের ঐক্যবদ্ধ করার প্রশ্ন নেই। ভোট আসলে কারা হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট করে সম্প্রদায়িকতা সৃষ্টি করছে, এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক-সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ। সমাবেশে ধর্মবর্ণ নি:বিশেষে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp