বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিকনিকের বাস উল্টে আহত ৩০

অনলাইন ডেস্ক ::: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত দেলোয়ার হোসেন জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে পিকনিকের জন্য নাটোরের উদ্দেশ্যে বাসে করে রওনা দেন ৩৭ যাত্রী। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp