বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরের সকল অবৈধ স্থাপনা ৩ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও বলেশ্বরসহ বিভিন্ন নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

রবিবার (১২ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় অবৈধ স্থাপনা সরিয়ে না ফেললে জেলা প্রশাসনকে ভেঙে ফেলার নির্দেশ তিনি।

এ সময় তিনি বলেন, আমি পিরোজপুরে ঘুরে ঘুরে দেখেছি বেশকিছু নদীর পাড়ের জায়গা দখল করে বাড়ি, ব্রিজ, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠতে। যা সম্পূর্ণ অবৈধ। এর ফলে নদীগুলো নাব্যতা হারিয়ে প্রায় মৃত। যদি কেউ আগামী তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয় নদীগুলোর বেহাল অবস্থা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ সরকারি সকল অধিদপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp