বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে খালে, চালাচ্ছিলেন হেলপার


পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরবলেশ্বর গ্রামের এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পিরোজপুর থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) যাত্রীবাহী মির্জাগঞ্জ ট্রাভেলসের (যশোর- ব ১০৬৫) বাসটি অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে গিয়ে পড়ে। বাসে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, চালকের বদলে হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা ট্রাকটি আটক করেছি। বাসও উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp