বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতায় ক্যারাভান রোড শো

পিরোজপুর প্রতিনিধি :: সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে শুরু হয়েছে ক্যারাভান রোড শো। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুরের নাজিরপুরে আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি প্রমুখ।

ক্যারাভান রোড শো এর মাধ্যমে একটি ভ্রাম্যমান গাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা চালাবে। বিভিন্ন ধরণের ভিডিও প্রচারের মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে এখন কোন খাদ্য সঙ্কট নাই। বর্তমানে বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ। তবে এখনও অনেক মানুষ নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন নয়। তাই সাধারণ মানুষকে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp