বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে মায়ের বেচে দেয়া সেই নবজাতককের আশ্রয় হচ্ছে ছোটমনি নিবাসে

নিউজ ডেস্ক :: পিরোজপুর সদর হাসপাতালে মায়ের বেচে দেয়া সেই নবজাতক কন্যা শিশুটিকে সমাজকল্যাণ বিভাগের শিশু লালন কেন্দ্র বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় ছোটমনি নিবাসে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার শিশু বিক্রি হবার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে তাদের হেফাজতে নেয় এবং হাসপাতালে রেখেই সমাজসেবা অধিদফতরের মাধ্যমে শিশুটির খাবার ও চিকিৎসা সেবা দেয়া হয়।

 

পরবর্তীতে শিশুটিকে সরকারিভাবে লালন পালনের জন্য আদালতে আবেদন করা হলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার লালন পালনের দায়িত্ব সমাজসেবা বিভাগের কাছে অর্পণ করেন।

জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার জাকির হোসেন জানান, আদালতের নির্দেশে শিশুটি তার তত্ত্বাবধানে রয়েছে। আগামীকাল বুধবার সকালে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সমাজসেবা অধিদফতরের শিশু লালন কেন্দ্র ‘ছোটমনি নিবাসে’ নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp